18 C
আবহাওয়া
৭:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গুতে মৃত্যু-১; একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে (২৯ আগস্ট)

ডেঙ্গুতে মৃত্যু-১; একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে (২৯ আগস্ট)


বিএনএ ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। এটিই এখন পর্যন্ত এ বছরে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

সোমবার (২৯ আগস্ট) সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দেয়। সেখানে বলা হয়। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৪৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে আছেন ৫২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬৮ জন ডেঙ্গি রোগী ভর্তি আছেন। ঢাকায় ভর্তি আছেন ৫৫১ জন, আর বাকি ১১৭ জন ঢাকার বাইরে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৬৯৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার পাঁচজন।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২০ জন মারা গেছে। গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ