17 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হাটহাজারীতে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

হাটহাজারীতে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

হাটহাজারীতে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  হাটহাজারীতে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছেন র‌্যাব-৭। রোববার (২৮ আগস্ট) হাটহাজারী থানাধীন দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসত ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ঐ এলাকার সন্দ্বীপ কলোনীতে বসবাসকারী মোঃ ইসমাইলের স্ত্রী মোসাঃ নার্গিস বেগম(৪০) এবং একই এলাকার ইসমাইলের পুত্র মো. তারেক।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানাধীন দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসত ঘরে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় অবস্থায় আসামী মোসাঃ নার্গিস বেগম ও মোঃ তারেককে আটক করে। পরবর্তীতে  বসত ঘরের সামনের কক্ষের ভিতরে বালুর নিচ হতে আসামীদের দেখানো ও নিজ হাতে বের করে দেয়া পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ