বিএনএ, সাভার: সাভারের আমিনবাজারে অভিযান পরিচালনা করে এক নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ।
এর আগে, রোববার (২৮ আগস্ট) রাতে আমিনবাজরের অভি পাম্পের সামনে থেকে একজনকে ও বরদেশী বাজার থেকে দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসাইল গ্রামের কুদ্দুসের ছেলে মো. জিয়ারুল ইসলাম (২৪), সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের রমজানের স্ত্রী শাহনাজ বেগম (৪০) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়পাংশি গ্রামের রেজাউল সরদারের ছেলে সজিব (২৬)।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ জানান, রোববার সকালে আমিনবাজরের অভি পাম্পের সামনে থেকে ৪১ পিস ইয়াবাসহ জিয়ারুল ইসলামকে ও রাতে বড়দেশী পশ্চিমপাড়া বাজার এলাকায় বাড়ির মালিক শাহনাজ বেগম ও ভারাটিয়া সজিবকে গাঁজা এবং ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তারা তিনজনেই আমিনবাজার এলাকায় বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয় করে এনে এলাকার যুবসমাজের ভেতরে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সাভার মডেল থানা থেকে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।
বিএনএ/ ইমরান খান, ওজি