16 C
আবহাওয়া
৯:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে বেসরকারি ফলাফলে বিজয়ী যারা

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে বেসরকারি ফলাফলে বিজয়ী যারা

৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

বিএনএ, ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনেও অধিকাংশ উপজেলার ভোটকেন্দ্রে ছিল ভোটার খরা। কিছু জায়গায় সংঘর্ষ, প্রিজাইডিং কর্মকর্তা আটক, আচরণবিধি লঙ্ঘন-অনিয়ম ও ইভিএম মেশিন বিকলসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রের এজেন্টদের কারাদণ্ড হয়েছে।

চট্টগ্রাম
আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী মোজাম্মেল হক। ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না এবং নারী ভাইস চেয়ারম্যান এড. চুমকী চৌধুরী।

পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার।

বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহেদুল হক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ এবং নারী ভাইস চেয়ারম্যান উম্মে সালমা।

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জসিম উদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী এবং নারী ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী।

রাঙামাটি
রাঙামাটির লংগদুতে আনারস প্রতীকে ১৬ হাজার ৯৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব হোসেন ও ফাতেমা জিন্নাহ।

নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী অমরজীবন চাকমা। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সুজিত তালুকদার ও অনিতা চাকমা।

হবিগঞ্জ
হবিগঞ্জের তিনটি উপজেলার বর্তমানর উপজেলা চেয়ারম্যান প্রর্থীরা বিজয়ী হয়েছেন। স্থানীয়ভাবে সংগৃহীত ফলাফলে লাখাই উপজেলায় টানা তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ (কৈ মাছ)। শায়েস্তাগঞ্জ উপজেলায় টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল)।

হবিগঞ্জ সদর উপজেলায় টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম (আনারস)।

কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো (মোটরসাইকেল)।
উখিয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস)।
টেকনাফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহম্মদ (আনারস)।

সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম।
আশুগঞ্জে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খান সাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফেনী
তৃতীয় ধাপে ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জহির উদ্দিন মাহমুদ লিপটন বিজয়ী হয়েছেন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান পদে সাখাওয়াতুল হক বিটু বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন গণি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুর
শরীয়তপুরের উপজেলা চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। গোলন্দাজ ঘোড়া প্রতীকে ভোট পান ২৪ হাজার ৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি মোটরসাইকেল প্রতীকে ১৩ হাজার ৭১৫ ভোট পেয়েছেন।

নীলফামারী
নীলফামারী সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবুজার রহমান।

যশোর
যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরদার অলিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ডা. সাফিয়া খানম নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আখতারুজ্জামান তারু একমাত্র প্রার্থী হওয়ায় আগেই তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ