23 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে গাঁজাসহ কথিত স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজধানীতে গাঁজাসহ কথিত স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজধানীতে গাঁজাসহ কথিত স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: স্বামী-স্ত্রী পরিচয়ে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সাফায়েত হোসেন ও বিউটি আক্তার। পরস্পরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া করে থাকতেন। করতেন মাদকের কারবার। কোথাও তাদের সেলসম্যান ধরা পড়লে দ্রুত স্থান পরিবর্তন করে নতুন জায়গায় মাদক ব্যবসা পরিচালনা করতেন তারা।

এতো কুটকৌশল অবলম্বন করে মাদক ব্যবসা পরিচালনা করলেও শেষ রক্ষা হয়নি তাদের। অবশেষে ১৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। সোমবার (২৯ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে মাদক বিক্রির জন্য রাজধানীর পল্লবীর মিরপুর ১২’র ডি ব্লক এলাকায় আসলে সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারি সাফায়েত হোসেন ও বিউটি আক্তারকে গ্রেপ্তার করেন পল্লবী থানার উপ-পরিদর্শক চিন্ময় সরকার। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় সরকার বলেন, মাদক বিক্রির উদ্যেশ্যে ওই এলাকায় মাদককারবারিরা অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করি আমরা। এসময় সাফায়েত হোসেন ও বিউটি আক্তার পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে চিন্ময় সরকার বলেন, গ্রেপ্তার দু’জনেই নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করতেন। তাদের সেলসম্যানরা ধরা খেলে দ্রুত স্থান পরিবর্তন করে নতুন এলাকায় একই ব্যবসা শুরু করতেন। অতি কৌশলি হওয়ায় এর আগে কখনও তারা গ্রেপ্তার হয়নি বলেও জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর রাশিয়ায় তেল ডিপোতে ইউক্রেনের হামলা প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান আনোয়ারায় নৌযান মালিক-মাঝিদের প্রশিক্ষণ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪ যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা