14 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ভিনিসিউস জুনিয়র

বিএনএ, স্পোর্টস ডেস্ক:  লা লিগায় ভিনিসিউস জুনিয়রকে নিয়ে করা বর্ণবাদের প্রতিবাদস্বরূপ আফ্রিকার দুইটি দেশ গিনি-সেনেগালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেলেসাওদের দুই প্রতিপক্ষ গিনি ও সেনেগাল। আগামী ১৭ জুন গিনির বিপক্ষে মাঠে নামবে ভিনিসিউস-রদ্রিগোরা। দুইদিন বিরতি দিয়ে ২০ জুন সেনেগালের মোকাবিলা করবে ব্রাজিল।

এই দুই প্রীতি ম্যাচের দলও ঘোষণা করেছে ব্রাজিল। ২৩ জনের এই স্কোয়াডে আছে পাঁচ নতুন মুখ। দলে সুযোগ পেয়েছেন নিনো, ভ্যান্ডারসন, আইরতন লুকাস, জোয়েলিন্টন ও ম্যালকম।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের দায়িত্ব ছেড়েছিলেন তিতে। এরপর পাঁচমাস পেরিয়ে গেলেও এখনও কোনো স্থায়ী কোচ পায়নি দেশটি। এ দুই প্রীতি ম্যাচে ক্যাসেমিরোদের নির্ভর করতে হবে ভারপ্রাপ্ত কোচ  র‌্যামন মেনেজেসের ওপর।

অসুস্থ নেইমার জুনিয়র ছাড়াও রাফিনহা, অ্যান্তোতি, গ্যাব্রিয়েল জেসুসদেরও জায়গা হয়নি  প্রীতি ম্যাচের স্কোয়াডে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বনাম গিনির খেলা হবে ১৭ জুন বার্সিলোনায়(স্পেন) এবং ব্রাজিল বনাম সেনেগালের খেলা হবে ২০ জুন লিসবনে(পর্তুগাল)।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ