16 C
আবহাওয়া
৮:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইউরোপে কনসার্টে মাতাবেন আঁখি আলমগীর

ইউরোপে কনসার্টে মাতাবেন আঁখি আলমগীর

ইউরোপে কনসার্টে মাতাবেন আঁখি আলমগীর

বিএনএ ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর গানের কনসার্টে অংশ নিতে ইউরোপ গিয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) রাতের ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন।

এই ট্যুরে তিনি গান করবেন বেলজিয়াম, প্যারিস ও ইতালিতে। তিনটি স্টেজ শো শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

আঁখি গণমাধ্যমকে বলেন, রোজার মাসে কোনো শো করিনি। ঈদ উপলক্ষ্যে ইউরোপের তিনটি দেশে শো করার বিষয়টি আগেই ফাইনাল করা ছিল। এবার সেগুলো করতে যাচ্ছি। আশা করছি ভালো একটি ভ্রমণ হবে।

এদিকে ঈদ উপলক্ষ্যে এ সংগীতশিল্পীর কণ্ঠে দুটি নতুন গানও প্রকাশ হয়েছে। এগুলোর একটির শিরোনাম ‘কোথায় রেখেছ আমায়’।

এসব গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, দুটি গানের জন্যই বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি সবসময় ভালো গানের পক্ষে, ভিউয়ের নয়। নিজেও ভালো গান গাইবার চেষ্টা করি, প্রকাশ করার চেষ্টা করি। আমি ধীরে ধীরে এগিয়ে যেতে পছন্দ করি। একটি ভালো গান ঘিরে আমার যে টার্গেট, তা শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। এটাই আমার প্রাপ্তি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ