25 C
আবহাওয়া
৬:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পয়েন্ট টেবিলের তলানীতেই থাকলো সানরাইজার্স হায়দরাবাদ

পয়েন্ট টেবিলের তলানীতেই থাকলো সানরাইজার্স হায়দরাবাদ

১৭২ রানের টার্গেটে ব্যাট করছে চেন্নাই

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বুধবার(২৮এপ্রিল) এর  খেলায়ও জিততে পারে নি সানরাইজার্স হায়দরাবাদ।২ নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতেই থাকতে হল তাদের। ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)  ট্রফির লড়াই থেকে ছিটকে গেল।  ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দরাবাদ নিজেদের প্রথম পাঁচ খেলায় মাত্র একটিতে জয় পেয়েছিল।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বুধবার রাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৭১/৩ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।জবাবে ১৭১ রানে গুটিয়ে দিয়ে ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় চেন্নাই। এই জয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠে গেল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭২ রান  সংগ্রহ করে হাসিমুখে  ম্যাচ জিতে নিল সুপার কিংস৷ ওপেনিং জুটিতেই বাজিমাত করল ধোনির দল৷ রুতুরাজ গায়কোয়াড ও ফ্যফ ডু’প্লেসি ওপেনিং জুটিতে ১৩ ওভারে ১২৯ রান যোগ করে চেন্নাইকে জয়ের পথে এগিয়ে দেন৷ ৪৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে রশিদ খানের বলে আউট হন৷

দুরন্ত ফর্মে থাকা ডু’প্লেসিস ৩৮ বলের ইনিংসে একটি ছয় ও হাফ-ডজন বাউন্ডারি মারেন৷ ডু’প্লেসিস যখন আউট হন, তখন জয়ের দোরগোরায় পৌঁছে যায় চেন্নাই৷ সুরশ রায়না ১৫ বলে ১৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান৷ ৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা৷
বিএনএনিউজ/এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ