27 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১, ২০২৫
Bnanews24.com
Home » প্রয়োজনে বিএনপি আবার মাঠে নামবে: ফখরুল

প্রয়োজনে বিএনপি আবার মাঠে নামবে: ফখরুল


বিএনএ, ঢাকা: বিএনপির   মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের স্বার্থে প্রয়োজনে বিএনপি  আবারও রাজপথে নামবে। নির্বাচন পিছিয়ে নিতে নানা ষড়যন্ত্র চলছে। দেশে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না, জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর ১০০ ফিটের বেরাইদ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না।

তিনি দাবি করেন, ‘বিএনপি সব পরিবর্তন এনেছে, সংস্কার বিএনপি করেছে। একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও বিএনপি প্রতিষ্ঠা করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘অতি অল্প সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ সব সংগ্রাম হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই নির্বাচনের কথা বলছে বিএনপি।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ