16 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর লালবাগ ও শ্যামপুর এলাকায়  পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা এক নারী ও আরেক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় জানান, শুক্রবার দুপুরের দিকে লালবাগের গণপূর্ত উপবিভাগের মেইন রোডের ফুটপাতের পাশ থেকে অজ্ঞাতনামা (৭০) এক নারীর অচেতন দেহ উদ্ধার করি। তার  পরে বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অনিরুদ্ধ রায় আরও বলেন, ‘আশেপাশের লোকদের জিজ্ঞেস করে প্রাথমিকভাবে আমরা ওই নারীর নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তি সহায়তায় তার নামপরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

 

অপরদিকে শুক্রবার বিকেলের দিকে শ্যামপুরের জুরাইন রেলগেট সংলগ্ন সেতু মার্কেটের ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের অচেতন দেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম বলেন, অচেতন অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবককে উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালের  নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

মইনুল ইসলাম আরও বলেন, ‘আশেপাশের লোকদের জিজ্ঞেস করে প্রাথমিকভাবে তার নাম–পরিচয় আমরা জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ