28 C
আবহাওয়া
৫:১১ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন নিরব

ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন নিরব

ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন নিরব

বিএনএ, ঢাকা: চলচ্চিত্র ও মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিরব হোসেন। যদিও মডেল হিসেবে যাত্রা শুরু করেছিলেন এই তারকা। তারপর ব্যস্ত আছেন চলচ্চিত্র নিয়ে। মাঝেমধ্যেই নানা ধরণের পণ্যর প্রচার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে দেখা যায় তাকে।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি যুক্ত হলেন দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের সঙ্গে। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন এই চিত্রনায়ক।

দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের পক্ষ থেকে এক ঘোষণা দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুকে তারা বলেন, ‌‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি নিরব হোসেন আমাদের দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

মার্সেলা ডিস্ট্রিবিউশন লিমিটেড উপমহাদেশের স্বনামধন্য এই কোম্পানিটি বাংলাদেশে নিয়ে এসেছে।

দায়িত্ব নিয়ে নিরব বলেন, ‘আরও একটি নতুন দায়িত্ব, নতুন অভিজ্ঞতার অপেক্ষা। আশা করছি ভালো কিছু হবে।’

নিরব বর্তমানে শুটিং করছেন ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার। এছাড়া আরও কয়েকটি ছবি আছে মুক্তির অপেক্ষায়।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই