23 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লেবাননে ইসরাইলের হামলায় ৮ হিজবুল্লাহ নেতা নিহত

লেবাননে ইসরাইলের হামলায় ৮ হিজবুল্লাহ নেতা নিহত


বিশ্ব ডেস্ক :দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় হিজবুল্লাহ বাহিনীর নেতাসহ অন্তত ৮ নিহত হয়েছেন।খবর আল জা‌জিরার।

বুধবার (৩০ মার্চে} খব‌রে বলা হয়,ল ‘সীমান্তবর্তী গ্রাম তাইর হারফায় হামলায় ৫ জন নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পরেই সীমান্ত শহর নাকুরায় একটি রেস্তোরাঁয় হামলায় অন্তত আরও তিনজন নিহত হয়েছেন।’

ইরানসমর্থিত হিজবুল্লাহ বলেছে, একদিন আগে দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামে মারাত্মক ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা সীমান্তে তারা কয়েক ডজন রকেট ছুড়েছে।

ইসরাইলের জরুরি পরিষেবা জানিয়েছে, কিরিয়াত শমোনায় হিজবুল্লাহর রকেটের আঘাতে এক কারখানা কর্মী নিহত হয়েছেন। রকেট হামলার আগে এলাকাটিতে সতর্ক করে সাইরেন বাজানো হলেও প্রাণহানি এড়ানো যায়নি।

কিরিয়াত শমোনায় হিজবুল্লাহর হামলার পর ইসরাইল ফের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কথিত লক্ষ্যস্থলগুলোতে হামলা চালায়।

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ