বিএনএ ডেস্ক : রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ দিয়েছে হাউজিং কমিটি। সোমবার কংগ্রেসের এ নেতাকে নোটিশ দেয়া হয়।।
২০০৪ সাল থেকে লোকসভার সদস্য ছিলেন রাহুল। সেই সূত্রে দিল্লিতে ১২ তুঘলক রোডে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। ২৩ মার্চ রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর সোমবার তাকে সেই বাংলো খালি করতে নোটিশ দেওয়া হয়। আগামী ১ মাসের মধ্যে সরকারি বাংলো রাহুলকে ছাড়তে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
সরকারের এ আদেশের প্রতি সম্মান জানিয়ে রাহুল গান্ধী বাড়ি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। বাংলো ছাড়ার নোটিশ পাওয়ার পর তিনি নিজেই একথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বাংলো ছাড়ার নোটিশ দেওয়ার জন্য লোকসভার সচিবালয়কে ধন্যবাদও জানিয়েছেন।
এদিকে রাহুল গান্ধীকে বাংলো ছাড়ার নির্দেশ, মানহানি মামলায় সাজা এবং লোকসভায় তার সাংসদ পদ খারিজের ঘটনার দিকে আমেরিকা নজর রাখছে বলে জানিয়েছেন মার্কিন অন্যতম মুখপাত্র বেদান্ত পটেল।
বিএনএ/ ওজি