30 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মঙ্গোলিয়ার সাথে গোলশূণ্য ড্র

মঙ্গোলিয়ার সাথে গোলশূণ্য ড্র

মঙ্গোলিয়ার সাথে গোলশূণ্য ড্র

বিএনএ ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মঙ্গোলিয়ার সাথে গোলশূণ্য ড্র করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। নির্ধারিত সময় পার হলেও গোলশূণ্য ড্র থাকে ম্যাচটি।

প্রথমার্ধে সুমনের শট লেগেছে ক্রসবারে। এর আগে পরে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়েছে বেশ কয়েকটা। তাতে মঙ্গোলিয়ার বিপক্ষে একগাদা সুযোগ সৃষ্টি করেও জেতা হলো না বাংলাদেশের।

বিরতির পরও বাংলাদেশই একচেটিয়া রাজত্ব করেছে প্রতিপক্ষ অর্ধে। ৬১ মিনিটে ইয়াসিনের দূরপাল্লার শট তেমন বিপদে ফেলতে পারেনি মঙ্গোলিয়ান গোলরক্ষককে। এরপর কিছু পর পেনাল্টি আবেদনে সাড়া পায়নি বাংলাদেশ, বক্সের ভেতর ফাউলের শিকার হয়েছিলেন রাকিব।

আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দলের কোচ হিসেবে অভিষেক হয়েছে নতুন কোচ হাভিয়ার কারবেরার।

মঙ্গোলিয়া দল
মঙ্গোলিয়া দল

মঙ্গোলিয়ার সাথে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০০১ সালে বিশ্বকাপ বাছাই পর্বে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে জিতলেও পরের ম্যাচে ২-২ গোলে ড্র করে।

সিলেটের মাঠে দর্শক
সিলেটের মাঠে দর্শক

আয়োজকরা জানান, এই ম্যাচের মাধ্যমে দীর্ঘ দিন পর মাঠে দর্শক উপস্থিত হয়ে খেলা দেখার সুযোগ পেয়েছে।

সিলেট জেলা স্টেডিয়ামে সবশেষ গ্যালারিতে বসে ২০১৮ সালে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলা দেখেছিলেন দর্শকরা।

বিএনএ/ এ আর

 

 

Loading


শিরোনাম বিএনএ