18 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » জামালপুরে বঙ্গবন্ধু’র আলোকচিত্র প্রদর্শনী

জামালপুরে বঙ্গবন্ধু’র আলোকচিত্র প্রদর্শনী

জামালপুরে বঙ্গবন্ধু'র আলোকচিত্র প্রদর্শনী

বিএনএ,জামালপুর : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার সূর্বণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৮ মার্চ) রাতে জামালপুর ষ্টেশনন্থ অস্থায়ীকার্যালয়ের সামনে ওই আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলার সভাপতি শাহাবুল আকন্দ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এহসান আলী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এড. বাকী বিল্লাহ।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল, সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ এর জামালপুর জেলার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ,পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নরুল হক জঙ্গী,জেলা আওয়ামীলীগের সদস্য হেলাল উদ্দিন, আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক সাযযাদ আনছারী,মানবাধিকার ও সমাজ উন্নয়ন কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

আরও উপস্থিত ছিলেন মিডিয়া পার্সন আল মামুন (অটু) জামালপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, জামালপুর জেনারেল হাসপাতালের দন্ত বিভাগীয় প্রধান সার্জন একরামুল হক হিটলু তালুকদার ও জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কমল।

বিএনএনিউজ২৪.কম/এম শাহীন আল আমীন/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ