28 C
আবহাওয়া
১১:১০ অপরাহ্ণ - মার্চ ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করলেন মার্কিন বিচারক

ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করলেন মার্কিন বিচারক

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল মঞ্জুরি ও ঋণ বিতরণ স্থগিতের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির এক বিচারক। শত শত বিলিয়ন ডলারের এই তহবিল আটকে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগ মুহূর্তে বিচারক লরেন আলি খান আগামী সোমবার পর্যন্ত এর ওপর স্থগিতাদেশ দেন।

এর আগে, ফেডারেল মঞ্জুরি পাওয়ার অধিকার থাকা বিভিন্ন সংগঠনের একটি গ্রুপ ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল। মামলায় অভিযোগ করা হয়, ইতোমধ্যে অনুমোদিত তহবিল স্থগিত করার মাধ্যমে হোয়াইট হাউজ আইন লঙ্ঘন করেছে।

বিচারকের এই আদেশ প্রেসিডেন্টের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে আসে। তবে আদেশটি ঠিক কোন সংস্থা বা কর্মসূচির ওপর প্রভাব ফেলবে, সে বিষয়ে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

এদিকে, হোয়াইট হাউজের বাজেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন, ফেডারেল আর্থিক সহায়তা বিতরণ বা এর সম্পর্কিত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে। তিনি জানান, নতুন প্রশাসন এই তহবিল পর্যালোচনা করবে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র সরকারের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিতের বিষয়টি আসলে জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার একটি প্রয়াস।” সূত্র : বিবিসি।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ