14 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » জামালপুরে বাস চাপায় ইউপি মেম্বার নিহত

জামালপুরে বাস চাপায় ইউপি মেম্বার নিহত

বাস চাপা

বিএনএ, জামালপুর : জামালপুর-মধুপুর-ঢাকা মহাসড়কে বাস চাপায় আমজাদ হোসেন (৫৩) নামে এক নবনির্বাচিত ইউপি মেম্বার নিহত হয়েছেন। শনিবার (২৯জানুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

জানা যায়, আমজাদ হোসেন সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের ধনবাড়ি যাচ্ছিলেন। দিগপাইত এলাকায় পৌঁছলে একটি ট্রাক অতিক্রম করার সময় বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল বলেন, গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে আমজাদ হোসেন তার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য পদে জয়ী হন। ১৮ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনের গেজেটভূক্ত হন। সড়ক দুর্ঘটনায় শপথের আগেই তিনি মৃত্যুবরণ করেন।

নারায়নপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান হাবিব জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ