বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।
শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষায় ৮০৯ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫৬১ জন নগরের এবং ২৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ১২ জনে। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৫৪ জন।
বিএনএনিউজ/এইচ.এম।