16 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল নারীর

বোয়ালখালীতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল নারীর

টঙ্গীতে মার্কেটে আগুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে চুলার আগুন পোহানোর সময় নূর বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন তার ছেলে নুরুল আবছার।

নিহত নূর বেগম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মোবারক আলী বাড়ির নুরুল আলমের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জননী বলে জানিয়েছেন স্থানীয় মো. হোসাইন মাহমুদ।

নিহতের ছেলে নুরুল আবছার জানান, গত ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গোসলের পর রান্না ঘরের চুলায় আগুন পোহানোর সময় কাপড়ে আগুন লেগে নূর বেগম দগ্ধ হন। প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ