25 C
আবহাওয়া
৬:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিএমএসএফ ফেনীর আনন্দ আড্ডায় ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিএমএসএফ ফেনীর আনন্দ আড্ডায় ঘিরে ব্যাপক প্রস্তুতি


বিএনএ, ফেনী : ফেনীর সাংবাদিকদের আনন্দ আড্ডা আগামী ৩১ ডিসেম্বর শনিবার সদর উপজেলার কসকার নিহাল পল্লীতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হবে।

বিএমএসএফ ফেনীর উদ্যেগে আয়োজিত আনন্দ আড্ডায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ছয় উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সকল পেশাদার সাংবাদিকরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবেন।

মঙ্গলবার ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ ও জেলা সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন এর আগে গত সোমবার জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ও পুলিশ সুপার জাকির হাসান, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ’র সম্পাদক মিজানুর রহমান মজুমদার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনসহ আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের অতিথিদের আনন্দ আড্ডার বিশেষ দাওয়াতপত্র পৌছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ