38 C
আবহাওয়া
৫:৫৭ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশকে অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশকে অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশকে অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস

বিএনএ, ঢাকা: বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।  পোস্টে বলা হয়েছে, ‘ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন!’

পাশপাশি এ পোস্টে মেট্রোরেলে নিয়োগকৃত ছয় নারী চালককেও অভিবাদন জানিয়েছে দূতাবাস। এতে বলা হয়, ‘আমরা মারিয়াম আফিজাসহ মেট্রো ট্রেনের ছয় নারী চালককে অভিবাদন জানাই।’

এরআগে আজ বুধবার দুপুরে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের গণপরিবহন খাতে এক বিপ্লবের সূচনা হয়েছে।

উল্লেখ্য, মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয় ২০১২ সালের ১৮ ডিসেম্বর। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেন। এছাড়া ঢাকার প্রথম মেট্রোরেল লাইন (উত্তরা-মতিঝিল) নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন।

প্রাথমিক পর্যায়ে জনসাধারণের জন্য স্বপ্নের এ বাহনের দ্বার খুলল শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আপাতত সীমিত যাত্রী নিয়ে চলবে। যাত্রীরা ১০ মিনিটেই এ পৌনে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ