26 C
আবহাওয়া
৪:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান

গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান

গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপের শেষ আটে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পা রাখল মোহামেডান। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটা টাইব্রেকারে স্বাধীনতা কেসিকে ৪-৩ ব্যবধানে হারায় মোহামেডান।

ম্যাচের ৩৯ মিনিটে মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবেতের গোলে লিড নেয় মোহামেডান। পরের মিনিটে নেদোর গোলে সমতায় ফেরে স্বাধীনতা ক্রীড়া সংঘ। তবে বিরতির পর আর কোনো গোল না হলে ড্র হয় ম্যাচটি। যদিও ম্যাচ শেষ হওয়ার পরই ঘটে বিপত্তি।

খেলা শেষে ফুটবলাররা উঠে পড়েন টিম বাসে। ঠিক তখনই দু’দলের ফুটবলারদের আবারো মাঠে ফিরিয়ে আনা হয়। যেখানে বাফুফের পক্ষ থেকে জানানো হয়, গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাইব্রেকারে। যেখানে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মোহামেডান ।

এদিকে, হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

এই গ্রুপের অন্য দলটি হলো বসুন্ধরা কিংস। যারা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। ফলে ওয়াকওভার পায় মোহামেডান ও স্বাধীনতা কেসি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ