14 C
আবহাওয়া
৬:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ৫০ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

৫০ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

৫০ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক অভিযানে ১৪ হাজার ৯১০ ইয়াবা বড়িসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ( ২৭ অক্টোবর) বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারস্থ এক্সেস রোড ও কল্পলোক আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ( ২৭ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৯১০ ইয়াবা বড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মাজেদা আক্তার মুক্তা(২০), মো. মঞ্জুর মোরশেদ(৪০) ও মো. মামুন হোসেন(২৫)। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।একইদিন বেলা সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারস্থ এক্সেস রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার ইয়াবা বড়ি ও ১টি পিকআপ গাড়িসহ মো. হেলাল উদ্দিন (২০)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে চালান দেওয়া হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ