25 C
আবহাওয়া
১:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » আবাসিক হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আবাসিক হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আদনান

বিএনএ ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচায় একটি আবাসিক হোটেল থেকে আদনান সাকিব নামে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদনান সাকিব ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের জহুরুল হক হলে থাকতেন। তবে তিনি কোন বিভাগে এবং কোন বর্ষের শিক্ষার্থী ছিলেন তাৎক্ষণিক তা জানা যায়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক পলাশ দাস জানান, ২৭ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সন্ধ্যায় আদনান সাকিবের স্ত্রী শাহবাগ থানায় একটি জিডি করেন। মোবাইল ফোনের সূত্র ধরে বুধবার রাত ৩টার দিকে সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আদনান সাকিবের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার সোনাখুলি গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ