14 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. এমরান নামে আরও এক তরুণের মৃত্যু হয়েছে। গত ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মারা যান। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে — ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি মাসে মোট দশ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন।

এদিকে, নতুন করে আক্রান্তদের মধ্যে বিভিন্ন সরকারি হাসপাতালে ২৬ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন নারী, ৪ জন পুরুষ ও ২ জন শিশু। চলতি সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। আর আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ