15 C
আবহাওয়া
১০:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, শিশুসহ দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, শিশুসহ দগ্ধ ৩


রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজাবাজারের একটি বাসায় এই অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা হলেন, মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মোহাম্মদ বায়জিদ (৩)।

দগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে তারা হাসপাতালে তার চিকিৎসাধীন রয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, তিন বছরের শিশুসহ একই পরিবারের ৩জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানতে পেরেছি গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার শরীরের ৩২ শতাংশ ও তাদের শিশু সন্তান বায়জিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। টোটন ও বায়েজিদকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের শ্বাসনালী অনেক ক্ষতি হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ