25 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » হাসপাতালের কেবিনে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ

হাসপাতালের কেবিনে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ

রাজশাহীতে মেডিকেলের ছাত্রাবাসে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

বিএনএ, ঢাকা : রাজধানীর শাহবাগ বারডেম হাসপাতালে ১৫ তলা একটি কেবিন থেকে আনজুম আরা (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছে পুলিশ।

সোমবার রাতে বারডেম হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাজিমুল ইসলাম জানান, ডায়াবেটিস ও ইউরিন ইনফেকশন রোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধা গত ২৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। ১৫ তলা ভবনের ১৫২৭ নম্বর কেবিনে তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যার দিকে তিনি গলায় কাপড় পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ১৫ তলা কেবিনের দরজার ডোর ক্লোজার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই বৃদ্ধা পরিবারের সঙ্গে ধানমন্ডি এলাকায় থাকতেন। ঘটনার সময় কেবিনে থাকা লোকজন ওষুধ আনতে গিয়েছিল। এর ফাঁকেই তিনি এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ