28 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » রাষ্ট্রপতির এপিএস সাগরের নিয়োগ বাতিল

রাষ্ট্রপতির এপিএস সাগরের নিয়োগ বাতিল


বিএনএ, ঢাকা :  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়ার ২২ দিনের মাথায় মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে। এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে কী কারণে সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার এপিএস পদে সাগর হোসেনের নিয়োগ বাতিল কর হলো।

ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হককে গত ৬ আগস্ট নিজের এপিএস পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির এপিএস পদে নিয়োগ পাওয়ার পর সাংবাদিক সাগর হোসেন আগে কোন কোন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তা নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিয়োগের সমালোচনা করেছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই