বিএনএ, জাবিঃ নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে তরুণীকে হেনস্তা প্রসঙ্গে উচ্চ আদালতের বক্তব্যে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। রোববার (২৮ শে আগস্ট) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী মুহম্মদ মশিউর রহমান বলেন, ‘গত ১৬ ই আগস্ট তারিখ একটি মামলার পর্যবেক্ষণে উচ্চ আদালত পোশাকের স্বাধীনতার নাম দিয়ে যারা পশ্চিমা অপসংস্কৃতি আমদানি করছে , তাদের বিরুদ্ধে বলেছেন । আমরা উচ্চ আদালতের এ সুন্দর পর্যবেক্ষণ ও বক্তব্যকে স্যালুট জানাই । অশালীন পোশাকের কথা উঠলে অনেকে বলে, ‘ আমার শরীর আমার পছন্দ’ । কিন্তু এ বক্তব্য যতটুকু সত্য , তার থেকে বড় সত্য হচ্ছে , একজনকে বিরক্ত করার অধিকার আরেক জনের নেই । সুতরাং পাবলিক প্লেসে কোন পোশাক নুইসেন্স বা বিরক্তি তৈরি করছে কি না তা অবশ্যই খেয়াল রাখতে হবে ।’
মানববন্ধনে বাংলা বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার ইমন বলেন , ‘পাবলিক প্লেসে মানুষকে সিডিউস বা যৌনতায় প্ররোচিত করে এমন পোশাক পরা অন্যায় । কাউকে যৌনতায় উদ্বুদ্ধ করতে অবশ্যই তার সম্মতি নেয়া বাধ্যতামূলক । কারো সম্মতি ব্যতিরেকে তাকে যৌন প্রলুব্ধ বা প্ররোচিত করা এক ধরনের মানসিক ধর্ষণ ।’
মানববন্ধনে ফ্যাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী ইসমাইল হোসেন রাকিব বলেন , ‘যে অপরাধ করে আর যে ছোট পোশাক পরে অপরাধকে উস্কে দেয় দুইজনই সমান অপরাধী । তাই যে অপরাধ করলো তার যেমন বিচার হচ্ছে আর যে ছোট পোশাক পরে অপরাধীকে উস্কে দিচ্ছে তাকেও আইনের আওতায় এনে বিচার করা উচিত ।’
বিএনএ/সানভীর,এমএফ