বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে আইএস এর চালানো আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ১৭৫ জন নিহত হয়েছে। তার মধ্যে নারী, শিশু ও ১৩ মার্কিন সেনা রয়েছেন। রয়েছে যুক্তরাজ্যের ৩ নাগরিক। তালেবানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।
এদিকে আরও হামলার ঝুঁকির মধ্যেই প্রত্যাহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গেল ১২ ঘণ্টায় তারা ৪ হাজার ২০০ জনকে সরিয়ে নিয়েছে আফগানিস্তান থেকে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪ আগস্টের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ২০০ জনকে কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর জুলাই মাসের শেষ থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৮০০ জনকে পুনর্বাসন করা হয়েছে।
এদিকে প্রত্যাহার কার্যক্রম সমাপ্ত করেছে ফ্রান্স। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়েছে। ফ্রান্স এ পর্যন্ত ৩ হাজার জনকে কাবুল থেকে সরিয়ে নিয়েছে।
বিএনএনিউজ২৪/এমএইচ