বিএনএ, ঢাকা : ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি।সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।
জানা গেছে, সরকারি কর্মকমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের
ওপর বিএনপি আগেই প্রস্তাব দিয়েছিলো। আজ পূনরায় বিষয়টি উত্থাপন করা হয়েছে। এজন্য বিএনপি সাময়িক সময়ের জন্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে।পরবর্তীতে তারা আবার বৈঠকে যোগ দিয়েছে।
এটি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক।
উল্লেখ্য, এর আগে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ১০ মিনিটের জন্য ‘প্রতীকী ওয়াকআউট’ করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।
বিএনএ/শাম্মী, ওজি