ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ রবিবার(২৮ জুলাই) গণভবনে সাক্ষাৎ করবেন কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবার। জানা গেছে, ২৭ জুলাই সকালে রংপুরের জেলা প্রশাসক ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আবু সাঈদের বাবা-মা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। মা-বাবার ৯ সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান ছিলেন আবু সাঈদ।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মিছিলের সম্মুখে বুক পেতে দেওয়া আবু সাঈদের গুলিতে মৃত্যু হয়।
এসজিএন