16 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » শেয়ারবাজারে পতন ঠেকাতে ফের ফ্লোর প্রাইস

শেয়ারবাজারে পতন ঠেকাতে ফের ফ্লোর প্রাইস

শেয়ারবাজারে পতন ঠেকাতে ফের ফ্লোর প্রাইস

বিএনএ ডেস্ক: শেয়ারবাজারের টানা পতন ঠেকাতে ফের ফ্লোর প্রাইস বা শেয়ারের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেয়া দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসই। ফলে কোনো শেয়ারের দাম নির্ধারিত দামের নিচে নামতে পারবে না। রোববার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের মাইলফলক বা মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএসই।

বিএসইসি জানায়, করোনা পরবর্তী ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ২০২০ সালের ১৯ মার্চ বাজারের পতন ঠেকাতে সরকারের নির্দেশে ফ্লোর প্রাইস বসানো হয়েছিল। তখন ডিএসইর প্রধান সূচকটি নেমে এসেছিল ৩ হাজার ৬০৪ পয়েন্টে। এরপরই মূলত পতন ঠেকাতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেয়া হয়।

২০২১ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে ধাপে ধাপে ফ্লোর প্রাইস তুলে নেয়া হয়। এরপর সূচকটি বেড়ে গত বছরের ১০ অক্টোবর ৭ হাজার ৩৬৮ পয়েন্টের সর্বোচ্চ সীমায় উঠেছিল। কিন্তু গত ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর শেয়ারবাজারে ফের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ