30 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

আনোয়ারায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

আনোয়ারায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

বিএনএ,আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় প্রথমবারের মত হচ্ছে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই মেলা। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) আনোয়ারা সরকারি‌ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শেখ জোবায়ের আহমেদ।

এর আগে উপজেলা হল রুমে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা রমজান আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শেখ জোবায়ের আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন , আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রকিবুল হক , ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, চাতরী ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ।

পরে কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের স্টল অংশ নেয়।

বিএনএনিউজ২৪.কম/এনামুল হক নাবিদ/এনএএম

Loading


শিরোনাম বিএনএ