15 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ইরাকে তুর্কি কনসুলেটে রকেট হামলা

ইরাকে তুর্কি কনসুলেটে রকেট হামলা

ইরাকে তুর্কি কন্সুলেটে রকেট হামলা

বিএনএ বিশ্বডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে তুরস্কের কনসুলেট অফিসে রকেট হামলা হয়েছে। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, বুধবার সকালে তুর্কি কন্সুলেটে ওই হামলা হয়েছে।

কানাডা ভিত্তিক ওয়েবসাইট গার্দাওয়ার্ল্ড ক্রাইসিস ২৪ নামে একটি ওয়েবসাইট ইরাকের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মসুল শহরে তুর্কি কন্সুলেটের কাছে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে সেখানে পার্ক করা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে নি এবং তুরস্কের পক্ষ থেকেও এখনো বিষয়টি নিশ্চিত করা হয় নি।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ