29 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - জুলাই ২০, ২০২৫
Bnanews24.com
Home » আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ


বিএনএ, দিনাজপুর :অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন হোসেন (৩৮) ও সুমন হোসেন (২১) নামের দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইনপিলার সংলগ্ন রেল স্টেশনের পাশের এলাকা দিয়ে তাদে ফেরত দিয়েছে বিএসএফ। দেশে ফেরা আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের এসএম ইব্রাহিম দুলালের ছেলে ও সুমন হোসেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মিশনরোড গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এর আগে সেখানে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক ও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসি সৌরভ কুমার।

বৈঠক শেষে বিএসএফ দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দেয়। পরবর্তীতে বিজিবি তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাদের দুজনকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ