20 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » সংসদের বৈঠক আবার শুরু

সংসদের বৈঠক আবার শুরু

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল, ২০২১ সংসদে উত্থাপনের সুপারিশ

বিএনএ ডেস্ক : নয় দিন বিরতির পর সংসদের বৈঠক আজ সোমবার (২৮ জুন) শুরু হয়েছে। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হয় । ২৯ জুন মূল বাজেটের সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস হবে। ৩০ জুন বুধবার মূল বাজেট পাস ও নির্দিষ্টকরণ বিল পাস, ১ জুলাই প্রশ্নোত্তর পর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাস এবং অধিবেশন সমাপ্তি হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। ।

অধিবেশন শুরু হওয়ার পরদিন ৩ জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন হয় । সেখানে উপস্থিত ছিলেন মাত্র ১৭০ জনের মত এমপি। কারোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এই ব্যবস্থা। সব মন্ত্রী-এমপিদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংসদে প্রবেশ করতে হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। নতুন অর্থবছরের বাজেট বিগত অর্থবছরের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ