20 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » কানাডায় দুটি ক্যাথলিক গির্জায় আগুন

কানাডায় দুটি ক্যাথলিক গির্জায় আগুন


বিএনএ, বিশ্ব ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকায় আরও দুটি ক্যাথলিক গির্জায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে গির্জা দুটি পুড়ে যায়। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ কলাম্বিয়ায় সেইন্ট অ্যান’স ও চোপাকা নামের ওই দুটি গির্জায় আগুন লাগার ব্যবধান ছিল ঘণ্টাখানেক। দুটি ভবনই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অগ্নিকাণ্ডের এ ঘটনাকে ‘সন্দেহজনক’ হিসাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কানাডায় উনিশ ও বিশ শতকে আবাসিক বিদ্যালয় হিসাবে ব্যবহৃত হতো এমন দুটি এলাকায় কয়েকশ’ অচিহ্নিত কবর আবিষ্কারের পর সৃষ্ট উদ্বেগের মধ্যে এক সপ্তাহের ব্যবধানে চারটি ক্যাথলিক গির্জায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ