31 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৩
Bnanews24.com
Home » চকরিয়ায় গৃহকর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চকরিয়ায় গৃহকর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় শিশু গৃহকর্মী হত্যা মামলার প্রধান আসামি সুমা আক্তার (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। শনিবার (২৭ মে) ভোর রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের সদর ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সুমা চকরিয়ার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজিয়ানপাড়া এলাকার কামাল হারুনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

আবু সালাম চৌধুরী জানান, গত ১০ মে মিফতাহ মণি নামে ওই গৃহকর্মী চকরিয়া কাকারার হাজিয়ান পাড়ার জনৈক হারুনের বাড়িতে হত্যার শিকার হয়। পরে তার মরদেহ রাখা হয় ফ্রিজে। কিশোরীর পরিবারকে জানানো হয় ডায়রিয়ার কারণে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পরে বিষয়টি ওই গৃহকর্মীর পরিবারে জানাজানি হলে মহেশখালীতে তার মরদেহ এনে অ্যাম্বুলেন্সে রেখে বাড়ির মালিক হারুন ও তার স্ত্রী সোমা পালিয়ে যায় বলে অভিযোগ করেন মিফতাহ’র পরিবার। এ সময় তারা ওই কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন এবং মৃত্যুর পরবর্তী তার মরদেহ ফ্রিজে রাখার আলামত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে শারিরীক নির্যাতন করে ওই শিশু গৃহকর্মীকে হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছিলেন হারুন ও সোমা। এ ঘটনায় কামাল হারুন ও তার স্ত্রী সোমা আক্তারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দুজনকে আসামি করে চকরিয়া থানায় হত্যা মামলা করেন ওই শিশুর বাবা ছৈয়দ নূর। এরই প্রেক্ষিতে শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমা আক্তার (৩২) কে গ্রেপ্তার করে র‌্যাব ।

গ্রেপ্তারকৃত সুমা আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Total Viewed and Shared : 1114 


শিরোনাম বিএনএ