26 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - জুলাই ১৫, ২০২৫
Bnanews24.com
Home » প্রস্তুতি না থাকায় পেছালো বাংলাদেশ-ভারত যৌথ কমিশন সভা

প্রস্তুতি না থাকায় পেছালো বাংলাদেশ-ভারত যৌথ কমিশন সভা

প্রস্তুতি না থাকায় পেছালো বাংলাদেশ-ভারত যৌক্থ কমিশন সভা

বিএনএ ডেস্ক: প্রস্তুতি শেষ না হওয়ায় পেছালো ৩০ মে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির সভা। ১৮-১৯ জুন পরবর্তী তারিখ নির্ধারিত হলেও তার আগেই যৌথ নদী কমিশনের বৈঠক চায় ঢাকা।

শুক্রবার (২৭ মে) রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শংকর অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ দিন পিছিয়ে তারিখ নির্ধারণ করা হয় ঢাকা ও দিল্লির কূটনৈতিক পর্যায়ের সবচেয়ে বড় যৌথ পরামর্শক কমিটির সভার।

পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন জানান, আসামে চলমান নদী সম্মেলন থেকে সরাসরি দিল্লি যাওয়ার কথা ছিল তার। তবে বৈঠকের তারিখ পরিবর্তন হওয়ায় দিল্লি না গিয়ে রোববার ঢাকা ফিরবেন তিনি। জানান, নতুন তারিখের আগেই তের বছর ঝুলে থাকা যৌথ নদী কমিশনের বৈঠকের তাগিদ দেয়া হয়েছে।

ড. মোমেন জানান, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনায় প্রাধান্য পেয়েছে বিশ্ব পরিস্থিতি বিশেষ করে জ্বালানি ও খাদ্য সংকট নিরসনের কৌশল। সেক্ষেত্রে রাশিয়া থেকে জ্বালানি আমদানির যে প্রস্তাব পেয়েছে ঢাকা, তা বাস্তবায়নে ভারতের অভিজ্ঞতা বুঝতে চেয়েছে বাংলাদেশ।

ড. মোমেন বলেন, পিকে হালদারকে ফেরাতে ভারত সরকারও আন্তরিক। তবে আইনী প্রক্রিয়ায় যে সময় লাগবে তা মেনে নিতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী।

২০১২ সালে নয়াদিল্লিতে প্রথম জেসিসি বৈঠকে বসে বাংলাদেশ-ভারত। গত ১০ বছরে মোট ছয়বার জেসিসি বৈঠক হয়। সর্বশেষ ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ঢাকার নেতৃত্বে জেসিসি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এরপর দুই দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সপ্তম জেসিসি বৈঠক নিয়ে বার বার অনিশ্চয়তা দেখা যায়। প্রায় ১৮ মাস পরে সপ্তম বারের মতো বৈঠকে বসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে তাও আবার পিছিয়েও গেল।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ