18 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মানিকগঞ্জে প্রেস শ্রমিককে গলা কেটে হত্যা

মানিকগঞ্জে প্রেস শ্রমিককে গলা কেটে হত্যা


বিএনএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রমজান আলী (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া চরের একটি মরিচ খেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত রমজান আলী শিমুলিয়া গ্রামের লেবু মিয়ার ছেলে। গাজীপুরের একটি প্রেস কারখানায় ১০ বছরে ধরে চাকরিরত ছিলেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, রমজান আলীর ঢাকার উত্তরা এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। তার স্ত্রী উত্তরার একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত রাতে অসুস্থ মাকে দেখার জন্য তিনি ঢাকা থেকে বাড়ি আসছিলেন। পরে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। শুক্রবার সকালে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি মরিচের ক্ষেতে রমজানের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলেই গিয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করে। পরে পুলিশকে খবর দিয়ে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ