বিএন এ, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ পিচ সোনার বারসহ আপন দুই ভাইকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। রোববার দুপুরে উপজেলার মান্দাড়বাড়িয়া ইউনিয়নের নগরবন্নী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক কৃতরা হলেন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামের বদিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭) ও তার ভাই সুমন (২৩)।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়। রোববার দুপুর দুইটার দিকে নগরবন্নী নামক স্থান দিয়ে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়া একটি মোটর সাইকেলের গতিরোধ করে বিজিবি। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৩ কেজি ৫’শ ৫৮ গ্রাম ওজনের ৩ টি সোনার বার। যার আনুমানিক বাজার মূল্যে ৩ কোটি ৩৩ লাখ টাকা। এ সময় জুয়েল ও সুমন নামের আপন দুই ভাইকে আটক করা হয়।
বিএনএ/ আতিক, ওজি/এইচমুন্নী