বিএনএ, মাদারীপুর: মাদারীপুরে ‘হিটস্ট্রোকে’ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ব্যবসায়ী শাহাদত সরদার (৫২) ও অন্যজন কৃষক মোসলেম ঘরামী (৫৮)। রোববার মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলায় এ ঘটনা ঘটে। শাহাদত সরদার কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। অপরদিকে, মোসলেম ঘরামী ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।
জানা গেছে, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারখানার ব্যবসায়ী শাহাদত সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির বাইরে বের করা হলে কিছুক্ষণ পরে বুকে ব্যথা হলে সেখানেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। এ সময় প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে মৃত্যু হয় তার। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে উদ্ধার করে কৃষকের মরদেহ।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘হিটস্ট্রোকে’ দুইজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।
বিএনএ/এমএফ, ওজি/এইচমুন্নী