14 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিএনএ, সিলেট: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ বিভাগ।

সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তির বিষয়টি শুক্রবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি বিমানবন্দর-২ কেভি বিমানবন্দর এক্সপ্রেস এবং ১১ কেভি সিটি ফিডারের আওতাধীন লাক্কাতুরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, এম এ জি ওসমানী এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপার, লাখাউড়া, সলেপুর, ক্যাডেট কলেজ, ধোপাগুল, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ,পীরেরগাঁও, ছলিয়া, রঙ্গিটিলা, হিলুয়াছড়া চা-বাগান, সালুটিকর ঘাটও ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করে ফজলুল করিম জানান, উন্নয়নকাজের জন্য সাময়িক সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ