বিএনএ, সিলেট : সিলেটের গোলাপগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, তাছকিয়া আক্তার (৭) ও ফাইজা আক্তার (৫)।
শিশু দু’টির মধ্যে একজনের বাড়ি উপজেলার রাখালগঞ্জ ও অন্যজনের বাড়ি সুনামপুর। তারা দু’জন সম্পর্কে একে অপরের খালাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নানা বাড়িতে বেড়াতে যায় আপন দুই খালাতো বোন তাছকিয়া আক্তার ও ফাইজা আক্তার। তারা পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ ডুবে যায়। বাড়ির লোকজন তাদেরকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের লাশ ভেসে উঠতে দেখেন।
বিএনএনিউজ/এইচ.এম।