18 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন

ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন

ফেনীতে ছেলের হাতে বাবা খুন

বিএনএ, ঢামেক হাসপাতাল প্রতিনিধি : রাজধানীর শ্যামপুরে আইজি গেট এলাকায় ছোটভাইয়ের হাতে বড়ভাই খুনের ঘটনা ঘটেছে। মুরাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তার ছোটভাই মাসুদ। নিহত মুরাদ আইজি গেট ৩৪/বি এলাকার আশরাফুল ইসলামের ছেলে। আজ বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

‘ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বেলা পৌন ৩ টার দিকে গুরুতর আহত অবস্থায় মুরাদকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।’

নিহতের বাড়ির ভাড়াটিয়া লিটন জানান, ‘মুরাদ এবং মাসুদ দুই ভাই। আজ দুপুরে তারা পারিবারিক বিষয় নিয়ে তর্কে জড়ায়। কথাকাটাকাটির এক পর্যায়ে মাসুদ ধারালো অস্ত্র দিয়ে মুরাদের বুকে ও পিঠে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। পৌনে ৩টার দিকে চিকিৎসক মুরাদকে মৃত বলে ঘোষণা করেন।

বিএনএনিউজ২৪/আহা, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ