25 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় আহমদ কবির নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ রায় দেন। দণ্ডিত আহমদ কবির টেকনাফ সদরের ২ নম্বর ওয়ার্ডের মিঠাপানির ছড়ার উত্তর লম্বরী এলাকার মো. হোসেনের ছেলে। রায় ঘোষনাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অপর আসামি নুর মোহাম্মদ প্রকাশ খুলু (পলাতক) এর বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, ২০২১ সালের ২৫ জানুয়ারি আহমদ কবিরের মুরগির খামার থেকে ১ লাখ ২২ হাজার ১৪০টি ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের একজন কর্মকর্তা বাদি হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। টেকনাফ থানার তৎকালীন এসআই মো. আবদুল বাতেন মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৬ মার্চ আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেন বিচারক।

বিএনএ/ ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ