18 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা সেনানিবাসে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন

ঢাকা সেনানিবাসে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন


বিএনএ ডেস্ক:উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে ঢাকা সেনানিবাসে লগ এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তরণ উদযাপন করা হয়েছে।

রোববার (২৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ উপলক্ষে রোববার বর্ণাঢ্য একটি র‌্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

র‌্যালিটি ঢাকা সেনানিবাসের সিগন্যাল গেইট ও লজিস্টিকস্ এরিয়া এমপি ইউনিটের সম্মুখ হতে দুইটি দলে বিভক্ত হয়ে শুরু হয় এবং সেনানিবাসের প্রধান সড়ক হয়ে সেনাকুঞ্জে সমাপ্ত হয়।

র‌্যালিতে ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক অসামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।

Loading


শিরোনাম বিএনএ