26 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১

মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১


বিএনএ, বিশ্বডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বাস উল্টে গিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে অন্তত ৩১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ হতাহতের ঘটনা ঘটে।

মালির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি যাত্রীবাহী বাস মালিয়ান শহর থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাচ্ছিল। এসময় বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ হিসেবে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো বলে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক রয়েছে বলেও জানানো হয়েছে।

মালিতে প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা, লক্কর-ঝক্কর যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন এবং দুর্নীতিতে ভরা দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে দেশটিতে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ