16 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে আপ্যায়নে রাষ্ট্রপতির বাড়িতে যত আয়োজন

প্রধানমন্ত্রীকে আপ্যায়নে রাষ্ট্রপতির বাড়িতে যত আয়োজন

প্রধানমন্ত্রীকে আপ্যায়নে রাষ্ট্রপতির বাড়িতে যত আয়োজন

বিএনএ: হাওরের মাছ আর অষ্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী পনির। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়নে রাখা হয়েছে এমন ঐতিহ্যবাহী নানা পদ। এছাড়া সরকার প্রধানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় লাখো মানুষের উপস্থিতি নিশ্চিতের কাজ চলছে দিনরাত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক নিবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যাহ্নভোজে অংশ নেবেন। মধ্যাহ্নভোজটি রাজসিক রূপ দিতে চলছে মিঠাপানির ২০ প্রজাতির মাছসহ নানা ধরনের মাছ-মাংসের আয়োজন। থাকছে অষ্টগ্রামের ঐতিহ্যবাহী পনিরও। গরু-মহিষের দুধ দিয়ে তৈরি অষ্টগ্রামের এ পনির দিল্লির মুঘল সম্রাটের দরবার পর্যন্ত সমাদৃত।

আজ দুপুরের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনে যাচ্ছেন। সেখানে প্রথমে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন। তারপর মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক নিবাসে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন।

বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী মিঠামইনের হ্যালিপ্যাড মাঠে আয়োজিত দলীয় জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার দুপুরে কিশোরগঞ্জের মিঠামইনের নিজ বাড়িতে পৌঁছেছেন।

এর আগে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী হিসেবেই আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত হাওরবাসীকে দেখতে মিঠামইনে গিয়েছিলেন। দেখেছিলেন হাওরের মানুষের পশ্চাৎপদ জীবনচিত্র। সেখানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, কিশোরগঞ্জ আর ফরিদপুরের হাওর জনপদের উন্নয়ন এবং হাওর উন্নয়ন বোর্ড পুনর্গঠনে তার সরকার কাজ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। হাজার-হাজার কোটি টাকার বৈপ্লবিক উন্নয়ন আর পরিবর্তনে এককালের সেই দুখী ভাটিকন্যা ইতোমধ্যেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বৃহত্তর হাওরাঞ্চলের রানী হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ